তেলঙ্গানায় এক কংগ্রেস নেতাকে গুলি করে খুন। এম অনিল নামে ওই কংগ্রেস নেতা তেলঙ্গানার মেদক জেলায় নিজের গাড়ি করে ফিরছিলেন। সেই সময়ে তাঁর গাড়ি ধাওয়া করে রাস্তা আটকায় একদল দুষ্কৃতী। গাড়ি থামানোর পরেই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। পুলিশের তরফে খবর সোমবার রাত ৮:৩০ মিনিটে ভারিকুন্তম এক্স রোডের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কংগ্রেস নেতাকে গুলি করে। কোলচরমের এক সাব-ইন্সপেক্টর জানান মৃত ব্যক্তির রিয়েল এস্টেটের ব্যবসা ছিল এবং অভিযুক্তের সাথে তাঁর কোনও জমি সংক্রান্ত মামলা থাকতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। একটি মামলা দায়ের করা হয়েছে, এবং অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রসঙ্গত, দু’দিন আগেই তেলঙ্গানায় এক সিপিআই নেতাকেও হত্যা করা হয়েছিল।