বুধবার আবার বোমা হামলার হুমকি পেল দিল্লির বেশ কয়েকটি স্কুল। দিল্লির পাঁচটি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে বলে জানা গিয়েছে। দ্বারকার সেন্ট থমাস স্কুল, হাউজ খাসের মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, বসন্ত কুঞ্জের বসন্ত ভ্যালি স্কুল, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল এবং লোদি এস্টেটের সর্দার প্যাটেল বিদ্যালয় বোমা হামলার হুমকি পেয়েছে বলে খবর। দ্বারকার সেন্ট থমাস স্কুল...