
ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার অমৃতপাল
কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার হলেন কানাডা-প্রবাসী অমৃতপাল সিং ধিলোঁ। ঘটনার পর থেকে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে দু’দিন পর তাঁকে গ্রেফতার করা হল। সোমবার জলন্ধরের কাছে নিজের গ্রামে রাস্তা পার হচ্ছিলেন প্রবীণ অ্যাথলেট ফৌজা সিং। সেখানে তাঁকে হঠাৎ করেই ধাক্কা মেরে পালিয়ে যায় একটি পাঞ্জাব রেজিস্টার্ড টয়োটা…