বুধবার আবার বোমা হামলার হুমকি পেল দিল্লির বেশ কয়েকটি স্কুল। দিল্লির পাঁচটি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে বলে জানা গিয়েছে। দ্বারকার সেন্ট থমাস স্কুল, হাউজ খাসের মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, বসন্ত কুঞ্জের বসন্ত ভ্যালি স্কুল, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল এবং লোদি এস্টেটের সর্দার প্যাটেল বিদ্যালয় বোমা হামলার হুমকি পেয়েছে বলে খবর। দ্বারকার সেন্ট থমাস স্কুল আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ এবং বসন্ত কুঞ্জের বসন্ত ভ্যালি স্কুলটি সকাল সাড়ে ছ’টা নাগাদ ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে। মেল পাওয়ার পরেই দিল্লি পুলিশ, বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। দ্রুত তাঁরা স্কুলগুলিতে পরিদর্শনের জন্য যান।
দমকলের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত কোনও স্কুলেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে। সকাল ৮টায় দ্বারকার সেন্ট থমাস স্কুল থেকে দমকল বিভাগকে জানানো হয়। মঙ্গলবারও দ্বারকার সেন্ট থমাস স্কুল বোমা হামলার হুমকি পেয়েছিল। মঙ্গলবার সেন্ট থমাস স্কুল ছাড়াও সেন্ট স্টিফেন কলেজ-সহ রাজধানীর বেশ কয়েকটি স্কুল এভাবেই বোমা হামলার হুমকির খবর পেয়েছিল।