Skip to content
ছত্তিশগড়ে বাঙালি শ্রমিকদের গ্রেফতার, অপহরণের অভিযোগ মহুয়া মৈত্রর Skip to content
/ Jul 16, 2025

ছত্তিশগড়ে বাঙালি শ্রমিকদের গ্রেফতার, অপহরণের অভিযোগ মহুয়া মৈত্রর

বিজেপি পরিচালিত ছত্তিশগড়ে সরকারের বিরুদ্ধে বাঙালি পরিযায়ী আটকে রাখার অভিযোগ উঠল। শ্রমিকদের মিথ্যা মামলায় জেলবন্দি করা হয়েছে। এমনই অভিযোগ করলেন নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার এক ভিডিয়োবার্তায় মহুয়া অভিযোগ করেন, তাঁর লোকসভা এলাকার ন’জন রাজমিস্ত্রি সম্প্রতি ছত্তিশগড়ের বস্তার জেলার আলবেরাপাড়া অঞ্চলে একটি বেসরকারি স্কুলের নির্মাণকাজে নিযুক্ত ছিলেন। রবিবার পুলিশ গিয়ে তাঁদের গ্রেফতার করে। পরিবারের সদস্যরা জানতেও পারেননি যে তাঁদের আত্মীয় কোথায়, কী অবস্থায় রয়েছেন। শ্রমিকদের প্রত্যেকের কাছেই বৈধ পরিচয়পত্র ছিল। তবু ভারতীয় ন্যায় সংহিতার ১২৮বি ধারায় মামলা রুজু করে তাঁদের জগদ্দলপুর সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী, পরিচয় গোপন করে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। কিন্তু রাজ্য সরকার বা পরিবার কারও সঙ্গেই কোনওরকম যোগাযোগ করেনি ছত্তিশগড়ের পুলিশ।

মহুয়া এই মর্মে বলেন, ‘’আমি নিজের উদ্যোগে ছত্তীসগঢ়ের এক পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, নাকি ওই শ্রমিকদের বিরুদ্ধে আদিবাসী মহিলাদের ধর্ষণের অভিযোগ রয়েছে এবং তদন্ত চলছে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, এটা পরিকল্পিতভাবে ভুয়ো অভিযোগ সাজিয়ে বাংলার নিরীহ শ্রমিকদের হেনস্থা করার চেষ্টা। এই ধরনের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে ওড়িশা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে শুধুমাত্র বাংলাভাষী বলেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এর সমালোচনা করে বলেছেন, এই রাজ্যে দেড় কোটিরও বেশি ভিনরাজ্যের মানুষ কাজ করেন, বসবাস করেন। কিন্তু তাঁদের কখনও হেনস্থা করা হয় না। তাহলে বাংলার ২২ লক্ষ মানুষ কেন বারবার ভিনরাজ্যে অপমানিত হচ্ছেন?”

অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও তাঁদের উপর অত্যাচার বন্ধ করার দাবিতে দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় বসেছে তৃণমূল কংগ্রেস।

Share:

More Posts

বিদেশ

উপেন্দ্রকিশোরের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে ইউনূস সরকার! উদ্বিগ্ন মমতা, অভিষেক ,কী পদক্ষেপ নিল কেন্দ্র?

বাংলাদেশের ইউনূস সরকারের লজ্জাজনক পদক্ষেপ। এবার ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করল তারা। ভারত সরকারকে না জানিয়েই, কোনও

Read More »
দেশ

উত্তরপ্রদেশে নাবালিকার বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ তারই চার বন্ধুর বিরুদ্ধে! দরজা বন্ধ করে পুলিশ ডাকলেন মা

নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার হল নবম শ্রেণির এক নাবালিকা ছাত্রী!এই চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। অভিযুক্তদের এক জন মেয়েটির ইনস্টাগ্রামের বন্ধু। বাকি তিন অভিযুক্ত ‘নির্যাতিতা’র

Read More »
দেশ

তেলঙ্গানায় কংগ্রেস নেতাকে গুলি করে খুন

তেলঙ্গানায় এক কংগ্রেস নেতাকে গুলি করে খুন। এম অনিল নামে ওই কংগ্রেস নেতা তেলঙ্গানার মেদক জেলায় নিজের গাড়ি করে ফিরছিলেন। সেই সময়ে তাঁর গাড়ি ধাওয়া

Read More »
দেশ

বুধে দিল্লির স্কুলে বোমাতঙ্ক

বুধবার আবার বোমা হামলার হুমকি পেল দিল্লির বেশ কয়েকটি স্কুল। দিল্লির পাঁচটি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে বলে জানা গিয়েছে। দ্বারকার সেন্ট থমাস স্কুল, হাউজ

Read More »
খেলা

ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার অমৃতপাল

কিংবদন্তি ম্যারাথন রানার ফৌজা সিংকে গাড়ি চাপা দিয়ে পালানোর অভিযোগে গ্রেফতার হলেন কানাডা-প্রবাসী অমৃতপাল সিং ধিলোঁ। ঘটনার পর থেকে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু হয়। অবশেষে

Read More »
দেশ

প্রশান্ত মহাসাগরে নামল ‘ড্রাগন’,১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে পা রাখলেন শুভাংশুরা

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল। মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বেলা ৩টে ১ মিনিট। শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এল স্পেসএক্সের

Read More »

Editors pick

উপেন্দ্রকিশোরের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে ইউনূস সরকার! উদ্বিগ্ন মমতা, অভিষেক ,কী পদক্ষেপ নিল কেন্দ্র?

বাংলাদেশের ইউনূস সরকারের লজ্জাজনক পদক্ষেপ। এবার ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করল তারা। ভারত সরকারকে না জানিয়েই, কোনও আগাম বার্তা না দিয়েই, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সম্পত্তিটি ভেঙে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের এহেন পদক্ষেপের পরেই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের...